thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

মানিকগঞ্জে ছাত্রলীগ নেতা গ্রেফতার

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
২৬ অক্টোবার ২০২৪, ২৩:১০

সংগ্রহীত

জুলাই - আগস্ট মাসে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জে ছাত্র-জনতার ওপর হামলা মামলার আসামি ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি ওমর ফারুক পূর্ণকে(২৫) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় নিজ এলাকা সদর উপজেলার কৃঞ্চপুর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

ওমর ফারুক পূর্ণ কৃঞ্চপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম আমানুল্লাহ।

ওসি জানান, গত ১৮ জুলাই ছাত্র-জনতার ওপর হামলা ও মারধরের ঘটনায় জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট আজাদ হোসেন খান বাদী হয়ে গত ৮ সেপ্টেম্বর মামলা দায়ের করেছেন। মামলায় জেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ ২০ নেতাকর্মীর নামে ও ১০০ থেকে ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়।

তিনি আরও জানান, ওমর ফারুক পূর্ণ এই মামলায় এজাহারনামীয় আসামি। সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। রোববার তার রিমান্ড চেয়ে আসামিকে আদালতে তোলা হবে। তবে তার কতদিনের রিমান্ড চাওয়া হবে তাৎক্ষণিক সে বিষয়টি নিশ্চিত করতে পারেননি ওসি আমানুল্লাহ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর