thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়াতে আওয়ামীলীগ নেতা ডা: আবু সাইদ গ্রেফতার

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
২৮ অক্টোবার ২০২৪, ০২:১৮

সংগ্রহীত

রোববার (২৭ অক্টোবর) দুপুরে শহরতলীর ঘাটুরা এলাকার ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের সামনে থেকে র‍্যাব-৯ এর ব্রাহ্মণবাড়িয়া ক্যাম্পের সদস্যরা ব্রাহ্মণবাড়িয়ায় নাশকতার মামলায় ডা. আবু সাঈদ গ্রেফতার করেন।

ডা: আবু সাইদ ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং স্বাধীনতা চিকিৎসক পরিষদের সভাপতি ডা. মো. আবু সাঈদকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

ডা. আবু সাঈদ ব্রাহ্মণবাড়িয়া মেডিকেল কলেজ হাসপাতালের চেয়ারম্যান ও সাবেক সিভিল সার্জন।

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাফফর হোসেন জানান, দুপুরে ডা. আবু সাঈদকে গ্রেফতারের পর থানায় হস্তান্তর করে র‍্যাব। পরে তাকে সদর থানায় দায়ের করা একটি নাশকতার মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর