thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতের মরদহ ৮৪ দিন পর মুন্সীগঞ্জে উত্তোলন

মুন্সিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত:
২৮ অক্টোবার ২০২৪, ১৪:৩৩

সংগ্রহীত

সোমবার (২৮ অক্টোবর) দুপুরে জুলাই আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে মুন্সিগঞ্জে নিহত শ্রমিক সজল মোল্লার মরদেহ ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন করা হয়েছে। পৌরসভার উত্তর ইসলামপুর কবরস্থানে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ পারভেজ ও স্বজনদের উপস্থিতিতে মরদেহ উত্তোলন করা হয়। ৮৪ দিন আগে সজলকে দাফন করা হয়েছিল।

নির্বাহী ম্যাজিস্টেট মাসুদ পারভেজ জানান, ময়নাতদন্ত ছাড়াই সজলের মরদেহ দাফন করা হয়েছিল। নিহতের ভাই বাদী হয়ে মামলা করায় ন্যায়বিচার ও সুষ্ঠু তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে মরদেহ উত্তোলন করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে একই কবরস্থান সমাহিত করা হবে বলেও জানান তিনি।

উল্লেখ্য, গত ৪ আগষ্ট মুন্সিগঞ্জে বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলা চালায় আওয়ামী লীগ ও ছাত্রলীগ। হামলায় মৃত্যু হয় সজলের। ওইদিনই উত্তর ইসলামপুর কবরস্থানে তাকে দাফন করা হয়।

নিহতের পরিবারের দাবি, হামলাকারীদের গুলিতে মৃত্যু হয়েছে সজলের। এ ঘটনায় গত ২০ সেপ্টেম্বর সজলের ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর