thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫, ৬ই শ্রাবণ ১৪৩২

আরও ১৯টি গ্যাস কূপ খনন করা হবে ভোলায়: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
১ নভেম্বার ২০২৪, ১৭:০৪

সংগ্রহীত

শুক্রবার (১ নভেম্বর) ভোলায় আরও ১৯টি গ্যাস কূপ খনন করা হবে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। দুপুরে ভোলার ইলিশা গ্যাসক্ষেত্র পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, ২০২৫ সালের মধ্যে ৫টি এবং ২০২৮ সালের মধ্যে ১৪টি কূপ খননের পরিকল্পনা রয়েছে সরকারের। নির্দিষ্ট কোম্পানি নয়, উন্মুক্ত প্রতিযোগিতায় যোগ্যদের খননের দায়িত্ব দেয়া হবে।

গ্যাসনির্ভর শিল্পাঞ্চল গড়ে উঠলে ভোলাবাসী উপকৃত হবে। দেশে সংকটের কারণে বছরে প্রায় ৬ হাজার কোটি টাকার গ্যাস আমদানি করতে হয় বলে জানান এই উপদেষ্টা।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর