thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে ২ জন টেটাবিদ্ধসহ আহত ১৫ জন

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
২৯ নভেম্বার ২০২৪, ১৪:৩৭

সংগ্রহীত

শুক্রবার (২৯ নভেম্বর) সকালে সদর উপজেলার তেলিগাতি গ্রামে গোপালগঞ্জে পূর্ব শত্রুতার জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ২ জন টেটাবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ১৫ জন।

সংঘর্ষে আহত টেটাবিদ্ধরা হলেন, সাবেক ইউপি সদস্য খসরুল আলম শেখ (৪০) ও নয়ন শেখ (৩০)।

পুলিশ জানায়, স্থানীয় মিকাইল শেখের সাথে সাবেক ইউপি সদস্য খসরুল আলম শেখের দীর্ঘদিন বিরোধ চলছিল। এর জের ধরে দুই পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। টেটাবিদ্ধ অবস্থায় খসরুল আলম এবং নয়ন শেখসহ চার জনকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মো. সাজদেুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর