thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শুক্রবার, ৫ই সেপ্টেম্বর ২০২৫, ২০শে ভাদ্র ১৪৩২

সাজেক থেকে ফেরার পথে চান্দের গাড়ি উল্টে ১০ জন আহত

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
৭ ডিসেম্বার ২০২৪, ১৪:২৩

সংগ্রহীত

আজ শনিবার (৭ ডিসেম্বর) রাঙ্গামাটির সাজেক পর্যটন কেন্দ্র থেকে ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে চান্দের গাড়ি উল্টে ১০ পর্যটক আহত হয়েছেন।
শনিবার সকালে সাজেকের হাউজ পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।


আহতদের মধ্যে জাকির, আরফান, সবুজ, সাইফুল, উজ্জ্বলের অবস্থা গুরুতর। প্রাথমিকভাবে বাকিদের পরিচয় জানা যায়নি। তারা সাভারের ধামরাই ও ব্রাহ্মণবাড়িয়া থেকে সাজেক ভ্রমণে গিয়েছিলেন।


সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কনক সরকার গণমাধ্যমকে বলেন, সাজেক ভ্রমণ শেষে সকালে খাগড়াছড়িতে ফিরছিলেন পর্যটকেরা। হঠাৎ জিপ গাড়িটি উল্টে সড়কের পাশে ৩০ ফুট নিচে পাহাড়ের খাদে পড়ে যায়। এ সময় গাড়িতে থাকা ১০ পর্যটক আহত হন।

তিনি আরও জানান, সেনাবাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠিয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর