thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

ভারত কূটনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে: বিএনপি নেতা দুলু

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
৭ ডিসেম্বার ২০২৪, ২২:১৪

সংগ্রহীত

আজ শনিবার (৭ ডিসেম্বর) বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, ভারত কূটনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তিনি আরও বলেন, নেপাল, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপের কাছে বন্ধুহীন হয়ে গেছে ভারত। বাংলাদেশের জনগণও ভারতের সাথে নেই। কারণ ভারত শেখ হাসিনা ছাড়া অন্য কিছু চেনে না।

নাটোর সদর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও লক্ষীপুর খোলাবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নেয়ামত উল্লাহ নান্নুর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন। এ সময় তার সহধর্মিনী ছাবিনা ইয়াসমিন ছবিও বক্তৃতা করেন।

দুলু বলেন, ভারতের কারণে শেখ হাসিনা আস্ফালন ও ষড়যন্ত্র-চক্রান্ত করছে। বাংলাদেশের মধ্যে যে বিভেদ, মুসলমান হিন্দুদের মাঝে যে বিভাজন সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে- তা রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

দুলু আরও বলেন, জুলাই-আগস্টের বিপ্লব ছিল বাংলাদেশের গণমানুষের বিল্পব। এই বিপ্লবে শেখ হাসিনার পতনে ভারত সরকার ও উগ্র-হিন্দুরা মর্মাহত হয়ে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে হিন্দু-মুসলিম-খ্রিস্টানসহ সকল ধর্মের মানুষের সুসর্ম্পক নষ্ট করার পাঁয়তারা করছে। তাদের এই চক্রান্ত বাংলাদেশের জনগণ ঐক্যবদ্ধভাবেই প্রতিহত করবে বলেও জানান তিনি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর