প্রকাশিত:
৯ ডিসেম্বার ২০২৪, ১৩:৩০
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ৯টার দিকে
নাটোরের বাগাতিপাড়ার একটি রেল ব্রিজের নিচ থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ওই বৃদ্ধের বয়স ৬০ বছরের মত হতে পারে বলে জানিয়েছে পুলিশ।
উপজেলার ইয়াছিনপুর রেলওয়ে ব্রিজের নিচ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
বাগাতিপাড়া মডেল থানার ওসি আমিনুল হক জানান, সকালে রেলওয়ে ব্রীজের নিচে এক বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ব্রিজের ওপর থেকে পড়ে গিয়ে ওই ব্যক্তি নিহত হয়েছেন। মরদেহটির পরনে সাদা চেকের লুঙ্গি আর গায়ে আছে সাদা রঙের দাগকাটা টি-শার্ট, সাদা রঙ্গের পোটলা ও দুটি কম্বল রয়েছে। মরদেহের পরিচয় উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানান তিনি।
মন্তব্য করুন: