thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত আহত আরও ২ জন

ময়মনসিংহ প্রতিনিধি

প্রকাশিত:
২৬ ডিসেম্বার ২০২৪, ১৪:৫৩

সংগ্রহীত

আজ বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে
ময়মনসিংহ সদর উপজেলার গাছতলা এলাকায় বালুবাহী ড্রাম ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন।

এতে নিহতরা হলেন আব্দুর রশিদ (৫৫), তার স্ত্রী বকুল আক্তার (৪৫), শ্যালক বিদ‍্যা মিয়া (৪২) এবং আব্দুর রশিদের ছেলে রবিউলের স্ত্রী লাবনী আক্তার (১৮)। তারা নেত্রকোণা সদর উপজেলার বাহাদুরপুর এলাকার বাসিন্দা।

জানা যায়, নেত্রকোণা থেকে বালুবাহী একটি ট্রাক ময়মনসিংহ যাচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসছিল যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা। সেটি নেত্রকোণায় যাচ্ছিল। এরমধ্যে ঘটনাস্থলে দুইযানের মুখোমুখি সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

এ ঘটনায় আহত আরও দুইজন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। আহত অপর দুইজন চিকিৎসাধীন রয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর