thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

গাজীপুরের শ্রমিকদের সড়ক অবরোধ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত:
২৬ ডিসেম্বার ২০২৪, ১৫:৫২

সংগ্রহীত

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে গাজীপুরের কালিয়াকৈরের চন্দ্রায় দুই মাসের বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করেছে পোশাক কারখানার শ্রমিকরা।

চন্দ্রা-নবীনগর মহাসড়কে অবরোধ করে বিক্ষোভ করেন হারডি কারখানার শ্রমিকরা। এতে উত্তরবঙ্গের প্রবেশদ্বার খ্যাত চন্দ্রা-নবীনগর, ঢাকা-টাঙ্গাইল ও জয়দেবপুর-টাঙ্গাইল মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে ভোগান্তিতে পড়েন যাত্রীরা।

নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রইস উদ্দিন এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘সকালে দুই মাসের বেতনের দাবিতে চন্দ্রায় হারডি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। এতে দীর্ঘ যানজট সৃষ্টি হওয়ায় আমরা গাড়িগুলোকে ডাইভারসন দেয়া পরিকল্পনা করছি। শ্রমিকদের সঙ্গে আলোচনা করে মহাসড়ক থেকে তাদের সরিয়ে নেয়ার চেষ্টা করছি।

গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, ‘একটি কারখানার শ্রমিকরা চন্দ্রা-নবীনগর মহাসড়ক অবরোধ করে বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছেন। আমাদের টিম তাদের সঙ্গে কথা বলে সড়ক থেকে সরিয়ে নেয়ার চেষ্টা করছে।’


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর