thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

মাদারীপুরে যাত্রাবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে

মাদারীপুর প্রতিনিধি

প্রকাশিত:
২ জানুয়ারী ২০২৫, ১৩:২৮

সংগ্রহীত

আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকাল সোয়া ৮টার দিকে মাদারীপুরের শিবচর এক্সপ্রেসওয়েতে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেছে।

কুতুবপুরের মুন্সীর বাজার নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসের কমপক্ষে ২০ জন যাত্রী আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে খুলনা থেকে গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়। পথিমধ্যে মুন্সীর বাজার এলাকায় পৌঁছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এ সময় বাসের ২০ জন যাত্রী আহত হন। এদের মধ্যে তিনজনের অবস্থা সংকটাপন্ন। পরে আহত যাত্রীদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও স্থানীয় হাসপাতালে নেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন শিবচর হাইওয়ে থানার উপ-পরিদর্শক তমাল।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর