thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

গোপালগঞ্জে মোটরসাইকল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ১ জন

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত:
১০ জানুয়ারী ২০২৫, ১৪:২৬

সংগ্রহীত

শুক্রবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় গোপালগঞ্জে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুইজন শিক্ষার্থী নিহত হয়েছেন। সদর উপজেলার গোপীনাথপুর-খোলঘাট সড়কের দুর্গাপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ইছাখালী দক্ষিনপাড়া গ্রামের পলাশ শেখের ছেলে মারুফ শেখ (১৪) ও একই গ্রামের বুলবুল ফকিরের ছেলে বাঁধন ফকির (১৪)। এদের মধ্যে মারুফ স্থানীয় একটি মাদরাসা ও বাঁধন একটি স্কুলের নবম শ্রেণীর ছাত্র। তাছাড়া এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকালে তিন বন্ধু মোটরসাইকেলে করে বাজারে যাচ্ছিল। এ সময় অতিরিক্ত গতির কারণে মোটসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে তিনজনই গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে গোপালগঞ্জ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মারুফ বাঁধনকে মৃত ঘোষণা করেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর