thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

জামালপুরে মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ

জামালপুর প্রতিনিধি

প্রকাশিত:
১৫ মার্চ ২০২৫, ১২:১০

সংগ্রহীত

শুক্রবার (১৪ মার্চ) সকালে জামালপুরে ১৩ বছরের এক মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটির শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নেয়া হয়েছে।

ভুক্তভোগীর পরিবার জানায়, বাড়ির পাশে নিজের ছোট বোনকে নিয়ে খেলাধুলা করছিল শিশুটি। এসময় প্রতিবেশী লাল মিয়া শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে পাশবিক নির্যাতন করে। পরে শিশুর চিৎকারে আরেক প্রতিবেশী সেই বাড়িতে গিয়ে তাকে উদ্ধার করে। এই ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত লাল মিয়া।

জামালপুর সদর সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুন বলেন, ঘটনাটি জানার পর ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করা হচ্ছে। শিশুটির শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর