thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ২৪শে জুলাই ২০২৫, ৮ই শ্রাবণ ১৪৩২

ব্রাহ্মণবাড়িয়া কোরবানি মাংস কাটা নিয়ে ভাইয়ের হাতে ভাই খুন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত:
৮ জুন ২০২৫, ১৭:৪২

নিজস্ব

গত (০৭ জুন) শনিবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় কুরবানির মাংস কাটাকে কেন্দ্র করে তীব্র বাকবিতণ্ডার জেরে বড় ভাই দুলাল মিয়াকে (৫০) হত্যার অভিযোগ উঠেছে দুই ছোট ভাই রুবেল ও আলমগীরের বিরুদ্ধে।

শনিবার বিকেলে উপজেলার ইছাপুরা ইউনিয়নের পুইতারা উত্তরহাটি এলাকায় এ ঘটনা ঘটে।


নিহত দুলাল মিয়া মৃত ওমর আলীর ছেলে। রোববার সকালে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

দুলালের স্ত্রী কাজল বেগম ও মেয়ে সাবিনা ইয়াসমিন জানান, দীর্ঘদিন ধরে পারিবারিক জমি নিয়ে তিন ভাইয়ের মধ্যে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন কুরবানির মাংস কাটার সময় ছোট-বড় টুকরা করা নিয়ে শুরু হয় তর্ক। একপর্যায়ে রুবেল ও আলমগীর মিলে দুলাল মিয়াকে মারধর করে এবং তার মুখে বিষ ঢেলে দেয় বলে তারা অভিযোগ করেন।

দুলালকে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয় একটি হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহীদুল ইসলাম জানান, এটি হত্যা না আত্মহত্যা—সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। অভিযুক্ত দুই ভাই ঘটনার পর থেকে পলাতক। এ ঘটনায় এখনো পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি, তবে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, দুলালের পরিবার দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর