thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

ভারত থেকে আসলো ডিমের নতুন একটি চালান

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
৩০ অক্টোবার ২০২৪, ১১:৫৮

সংগ্রহীত

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ৮টার দিকে
যশোরের বেনাপোল বন্দরে ভারত থেকে আমদানি করা ডিমের ১৩ শতাংশ শুল্কায়নের আরও একটি চালান এসেছে।

কাস্টমস হাউস কর্তৃপক্ষ জানায়, ২ লাখ ৩১ হাজার ৮৪০ পিস ডিম খালাসের অপেক্ষায় রয়েছে। এখন থেকে ২৫ শতাংশের পরিবর্তে ১৩ শতাংশে শুল্কায়ন হবে। যা আগামী ১৫ ডিসেম্বর পর্যন্ত এই শুল্ক সুবিধা পাবেন আমদানিকারকরা। প্রতি পিস ডিম আগে ১ টাকা ৯৬ পয়সা শুল্কায়ন করা হতো। শুল্ক কমানোয় এখন থেকে প্রতি পিস ডিমে মাত্র ৭৫ পয়সা শুল্ককর পরিশোধ করতে হবে। এতে আমদানি করা নতুন চালানের ডিম বাজারে ৯ টাকার মধ্যে বিক্রি করার কথা।

কর্তৃপক্ষ আরও জানায়, গত ৮ সেপ্টেম্বর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ৫ চালানে বেনাপোল বন্দর দিয়ে ১১ লাখ ৫৯ হাজার ২শ’ পিস ডিম আমদানি হয়েছে।

বেনাপোল স্থলবন্দরের সহকারী পরিচালক কাজী রতন বলেন, কম শুল্কে গত ২১ অক্টোবর ২ লাখ ৩১ হাজার ৮৪০ পিস ডিম খালাস দেওয়া হয়েছিল এবং আজ ২ লাখ ৩১ হাজার ৮৪০ পিস খালাস দেওয়া হচ্ছে। আমদানিকারকের ডিমের চালান খালাসে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর