thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

চাল আমদানিতে আবারও শুল্ক কমালো এনবিআর

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
৪ নভেম্বার ২০২৪, ১৩:৩০

সংগ্রহীত

চালের মজুত বাড়াতে ও দাম নিয়ন্ত্রণে আনতে চাল আমদানিতে আরেক দফা শুল্ক কমিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে প্রতি কেজি চাল আমদানির ব্যয় ২৫ টাকা কমবে।

চালের মূল্য সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে ২০ অক্টোবর আমদানি শুল্ক সাড়ে ৬২ শতাংশ থেকে কমিয়ে ২৫ শতাংশ করা হয়। আন্তর্জাতিক বাজারে মূল্য বৃদ্ধি পাওয়ায় রোববার চাল আমদানির ওপর অবশিষ্ট আমদানি শুল্ক ১৫ শতাংশ, রেগুলেটরি ডিউটি ৫ শতাংশ সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।

অগ্রিম আয়কর হার ৫ শতাংশ থেকে কমিয়ে ২ শতাংশ ধার্য করেছে এনবিআর। আমদানিকারকরা বলছেন, শুল্ক-করে ছাড় দেওয়ায় যোগান বাড়বে। দামেও ইতিবাচক প্রভাব পড়তে পারে। অনেকেই আমদানির জন্যে এলসি খোলার প্রস্তুতি নিচ্ছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর