thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

প্রায় ৫০ হাজারেরও বেশি শিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষা দিচ্ছে না।

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
১৮ আগষ্ট ২০২৩, ০৪:২৮

ফাইল

বৃহস্পতিবার (১৭ আগস্ট) এইচএসসি পরীক্ষা শুরু হয়। কিন্তু রেজিস্ট্রেশন করেও প্রায় ৫০ হাজারেরও বেশি শিক্ষার্থী এবারের এইচএসসি পরীক্ষা দিচ্ছে না বলে জানিয়েছেন কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর জামাল নাছের।

সকালে নগরীর কুমিল্লা সরকারি মহিলা কলেজসহ বেশ কয়েকটি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এসব তথ্য দিয়েছেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমানসহ প্রশাসনের পদস্থ কর্মকর্তারা।

চেয়ারম্যান প্রফেসর জামাল নাছের জানান, করোনা পরিস্থিতির পর পরীক্ষা ভীতি এবং অর্থনৈতিক টানাপোড়নসহ নানা কারণে বেশ কিছু শিক্ষার্থী এইচএসসিতে ঝরে পড়েছে। এ বছর কুমিল্লা বোর্ডে এইচএসসি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করেছিল ১ লাখ ৬১ হাজারেরও বেশি। এর মধ্যে পরীক্ষায় বসছে ১ লাখ ১১ হাজার ৩৭২ জন। ঝরে পড়েছে ৫০ হাজারেরও বেশি পরীক্ষার্থী।

তিনি আরও জানান, কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, লক্ষ্মীপুর জেলার ৪৩১টি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ১৯২টি কেন্দ্রে পরীক্ষা দিচ্ছে। 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর