প্রকাশিত:
২৮ এপ্রিল ২০২৩, ০৩:০৬
নাম শুনার পর এক মুহুর্তে ভ্রু কুচকে গেলো জোভান ও তানিয়ার ভক্তদের। কিন্তু নাটক দেখে পরে বুঝতে পারলেন। টিভি পর্দার এই তারকাদ্বয় অসুস্থ হননি বরং তারা একসাথে কাজ করেন নির্মাতা রাজুর আইসিইউ নাটক এ। এই নাটক আজ দুপুর ২.২০ মিনিট এ বাংলাভিশন টিভি চ্যানেল এ প্রচার করা হয়। এই নাটক দর্শকের অনেক পচ্ছন্দ হয়েছে। এবং দর্শকরা প্রশংসা ও করেছে।
মূলত নিজাম নামের এক দালাল 'কে নিয়ে এই গল্প উঠে এসেছে। নাটকটিতে অভিনয় করেন ফারহা আহমেদ ভোজান ও তানিয়া বৃষ্টি।
নির্মাতা রাজু বলেন এই নাটকটি তিন ভাবে ভাগ করা। একটি অংশে নিজামকে দেখানো হেয়েছে দালাল চরিত্রে। অন্য অংশে দেখানো হয়েছে বাবা ও স্বামীর চরিত্রে এবং অন্য অংশে দেখানো হয়েছে নিজাম অন্য আট-দশজনের মতো মানুষ।
এই নাটক এ অভিনয় করেছেন, ফারহান আহমেদ জোভান, তানিয়া বৃষ্টি, আরো আছেন মাহমুদুল ইসলাম মিঠু, ইকবাল হোসেন, মুনতাহা, পারভেজ সুমন প্রমুখ।
মন্তব্য করুন: