thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

বাজে খরচ করিনা আর রাতে পার্টি ও করি না : আইরিন সুলতানা

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
৫ ডিসেম্বার ২০২৪, ১৭:১৬

সংগ্রহীত

ঢালিউড চিত্রনায়িকা আইরিন সুলতানা। এরইমধ্যে বেশ কিছু সিনেমায় কাজ করেছেন এই অভিনেত্রী। তার অভিনীত নতুন ‘দুনিয়া’ সিনেমা আগামীকাল শুক্রবার (৬ ডিসেম্বর) প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে। নতুন সিনেমা মুক্তির পাশাপাশি ব্যক্তিগত নানান বিষয় নিয়ে সম্প্রতি এক গণমাধ্যমের মুখোমুখি হন আইরিন সুলতানা।

অভিনেত্রী বলেন, ‘দুনিয়া’ সিনেমা মুক্তি পাচ্ছে কাল শুক্রবার। নিজের কাজ পর্দায় দেখতে যেকোনো অভিনেত্রীরই আনন্দ লাগে। দর্শকও দেখে আলোচনা-সমালোচনা করতে পারে। আমি সপ্তাহখানেক আগে জানতে পারলাম, ছবিটি মুক্তি পাবে। পরিচালক সাইফ চন্দন ভাই একসঙ্গে হলে গিয়ে দেখার আমন্ত্রণও জানিয়েছেন। আশা করছি, কাল দর্শকসারিতে বসে ছবিটি দেখব।

একসময় চাকরি করেছিলেন এই অভিনেত্রী। বর্তমানে চাকরি আর করছেন না। কীভাবে চলছে- এমন প্রসঙ্গে অভিনেত্রীর উত্তর, আমরা মধ্যবিত্ত। যখন চাকরি করতাম, তখন কিছু টাকা জমাতাম প্রতি মাসে। একটু একটু করে জমানো সেই টাকা দিয়েই চলছি। তা ছাড়া মাঝেমধ্যে বাড়ি থেকেও হাতখরচ নিই। আমার কিন্তু বাজে খরচের অভ্যাস নেই। সেই অর্থে বন্ধু-বান্ধবও নেই। রাতে পার্টি করি না, বিলাসবহুল বাসায়ও থাকি না। ফলে মাঝামাঝি একটা টাকায় মাসটা চলে যায়। তবে কিছু বিজ্ঞাপন আর ফটোশুট তো আছেই। সেখান থেকেও আয় হয়।

নতুন কাজ প্রসঙ্গে আইরিন বলেন, কয়েকটি ছবির প্রস্তাব পেয়েছি, সেগুলোও চূড়ান্ত হয়নি।

প্রসঙ্গত, সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে ২০০৮ সালে শোবিজে পা রাখেন আইরিন সুলতানা। মডেল থেকে চিত্রনায়িকা বনে গিয়েছিলেন তিনি। দেবাশীষ বিশ্বাসের ‘ভালোবাসা জিন্দাবাদ’ দিয়ে ঢালিউড ক্যারিয়ার শুরু করেছিলেন। এরপর অভিনয় করেছেন কয়েক ডজন সিনেমায়।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর