thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

'গান বাংলা' দখলের অভিযোগে তাপস ও তাপসের স্ত্রী-মুন্নীসহ ৫ জন বিরুদ্ধে মামলা

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
৭ ডিসেম্বার ২০২৪, ১৫:২৪

সংগ্রহীত

বাংলাদেশ একমাত্র গানে বেসরকারি টেলিভিশন ‘গান বাংলার’ ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন বর্তমানে রয়েছেন কারাগারে। এবার ‘গান বাংলার’ মালিকানা দখলের অভিযোগে চ্যানেলটির ব্যবস্থাপনা পরিচালক কৌশিক হোসেন তাপস ও চেয়ারম্যান (তাপসের স্ত্রী) ফারজানা মুন্নীসহ পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে।

গত ২৫ নভেম্বর ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম ছানাউল্ল্যাহর আদালতে মামলাটির আবেদন করেন সৈয়দ শামস উদ্দিন আহমেদ। বিচারক আবেদনটি আমলে নিয়ে সেটি মামলা হিসেবে গ্রহণ করতে গুলশান থানার ওসিকে নির্দেশ দেন।

মামলার অন্য আসামিরা হলেন রবি শংকর মৈত্রী, এম আমানুল্লাহ খান (চঞ্চল খান), সৈয়দ নাবিল আশরাফসহ অজ্ঞাতনামা আরও ৪ জন।

গুলশান থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা মোক্তার বলেন, অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করে গত ৩ ডিসেম্বর আদালতে পাঠানো হয়। ওইদিন শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম শরীফুর রহমান মামলাটি তদন্ত করে আগামী ১ জানুয়ারি প্রতিবেদন দেওয়ার দিন ঠিক করে দেন।

মামলার তদন্ত কর্মকর্তা হারুন অর রশীদ বলেন, মামলাটি এখন তদন্তাধীন আছে। তদন্ত শেষে আদালতে প্রতিবেদন দাখিল করব।

উল্লেখ্য, গত ৩ নভেম্বর রাতে রাজধানীর উত্তরা থেকে তাপসকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন ৪ নভেম্বর তাকে কারাগারে পাঠান আদালত।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর