প্রকাশিত:
২৭ আগষ্ট ২০২৫, ১৭:০২
গত জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে যাত্রাবাড়ির এক হত্যা মামলায় মাই টিভির পরিচালক ও ইউটিউবার তৌহিদ আফ্রিদি গ্রেফতার হন।
এর পরই আলোচনায় আসেন আরেক ইউটিউবার আর এস ফাহিম চৌধুরী। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ঘুরে বেড়াচ্ছে ফাহিমের আওয়ামী লীগ নেতাদের সাথে ছবি। মোহাম্মদপুরের ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর রাজিবের সাথে ছিল ফাহিমের সখ্যতা। শোনা যায় এই সখ্যতা কাজে লাগিয়ে ফাহিম কিশোর গ্যাং পরিচালনা করতেন।
গতকাল রাতে ঢাকা উত্তর সিটির ৩৩ নং ওয়ার্ড কাউন্সিলর তারিকুজ্জামান রাজিব একটি ফেসবুক পোস্ট করেন, এতে দেখা যায় জুলাই আগস্টে ছাত্র আন্দোলনে নেতৃত্ব দেওয়া এক শিক্ষার্থীর আইডি দিয়ে কাউন্সিলর রাজীবকে বলেন ওই শিক্ষার্থীকে ডিবি হাতের টাকা দিয়ে তুলে দেওয়ার জন্য। ওই ফেসবুক পোস্টে কাউন্সিলর রাজিব লেখেন মোহাম্মদপুর ৩৩ নাম্বার ওয়ার্ড যুবলীগের আগামী দিনের কান্ডারী তুই, আর আমার সবচেয়ে কাছের ডান হাত RS Fahim Choudhury। তুই ছিলি সবসময় আমার ভরসার শক্তি, যার উপর নির্ভর করে আমি এগিয়েছি। যাকে ধরে আনার আনতি , মানুষকে একত্রিত করার যে অদম্য সাহস তোর ভেতরে আছে, সেটা পুরনো কথাগুলো মনে করলেই বুকের ভেতর জাগে। তোর সেই গর্জন আবার চাই, যেটা সবার চোখ এড়িয়ে হলেও ভিতর থেকে সবাইকে নাড়া দেয়। মনে রাখিস, তুই শুধু আমার ডান হাত না—তুই আগামী দিনের শক্তি। আফ্রিদি আর রাহীর দায়িত্ব তোর কাঁধে, তাদের শেল্টার দিয়ে এগিয়ে নেয়ার ভার তুই-ই বহন করবি। তুই-ই দেখাবি সামনে পথ।
মন্তব্য করুন: