thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

সাংবাদিক মনজুরুল আহসান বুলবুলের লেখা ‘পনেরো আগস্টের নেপথ্য কুশীলব’ বইয়ের মোড়ক উন্মোচন

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
২ আগষ্ট ২০২৩, ০২:০০

সংগ্রহীত

আজ (১ আগস্ট ) জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক মনজুরুল আহসান বুলবুলের লেখা ‘পনেরো আগস্টের নেপথ্য কুশীলব’ বইয়ের মোড়ক উন্মোচন ও প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রকাশনা অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন আইনমন্ত্রী আনিসুল হক। অতিথি হিসেবে আরও ছিলেন জাতীয় সংসদের উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী ও নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য রফিকুল ইসলাম বীর উত্তম।


বিশেষ আলোচক ছিলেন বঙ্গবন্ধু গবেষক, ইতিহাসবিদ ও শিক্ষাবিদ ড. সৈয়দ আনোয়ার হোসেন এবং গবেষক, লেখক ও শিক্ষাবিদ ড. সৈয়দ মনজুরুল ইসলাম।


শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক এবং ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সভাপতি কুদ্দুস আফ্রাদ।

বইটি প্রকাশ করেছে শিলালিপি। বইটির মূল্য রাখা হয়েছে ১২০০ টাকা। ৩০০ পৃষ্ঠার বইটিতে ১৫ আগস্ট হত্যাকাণ্ডের পেছনের দেশি-বিদেশিদের প্রামাণ্য তথ্য-উপাত্ত তুলে ধরা হয়েছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর