thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

বাংলাদেশ সীমান্তে ড্রোন মোতায়েনে ইন্ডিয়া টুডের খবরটি মিথ্যা: প্রেস উইং

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
৭ ডিসেম্বার ২০২৪, ১৫:১০

সংগ্রহীত

আজ শনিবার (৭ ডিসেম্বর) প্রধান উপদেষ্টার প্রেস উইং তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলেন, বাংলাদেশ সীমান্তে ‘বায়রাক্তার টিবি২’ নামের ড্রোন মোতায়েন করেছে বলে ইন্ডিয়া টুডে যে খবর প্রকাশ করেছে তার কোনো ভিত্তি নেই। খবরটি পুরোপুরি মিথ্যা।

বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্রের বরাত দিয়ে পোস্টে বলা হয়, ‘ইন্ডিয়া টুডের খবরটি মিথ্যা ও মনগড়া। বাংলাদেশ তার নিয়মিত কার্যক্রম ছাড়া দেশের কোনো অঞ্চলে ড্রোন মোতায়েন করেনি। খবরটি বাংলাদেশবিরোধী একটি পরিকল্পিত প্রচারণার অংশ।’

অথচ ইন্ডিয়া টুডের খবরে বলা হয়, ‘বাংলাদেশ তার ভারতীয় সীমান্তে বায়রাক্তার টিবি২ ড্রোন মোতায়েন করেছে। এই ড্রোনগুলোই আজারবাইজানকে ২০২১ সালে নাগোরনো-কারাবাখ যুদ্ধে আর্মেনিয়ার তুলনায় অনেক শক্তিশালী বাহিনীকে পরাজিত করতে সাহায্য করেছিল। এখন প্রশ্ন হলো, ভারতের প্রতিবেশীতে এই ড্রোন চ্যালেঞ্জ মোকাবিলায় ভারত কতটা প্রস্তুত।’ এই প্রতিবেদনের একটি স্ক্রিনশটও ফেসবুক পেজে যুক্ত করে দেওয়া হয়েছে।’

উল্লেখ্য, শেখ হাসিনা ছাত্র-জনতার আন্দোলনের মুখে বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেওয়ার পর থেকে দেশটির গণমাধ্যমগুলো বাংলাদেশবিরোধী নানা মিথ্যা প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর