thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

কাটা-ছেঁড়া ছাড়াই ৭ শিশুর হার্টের ছিদ্র বন্ধ করা হয়েছে।

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
৫ ডিসেম্বার ২০২৪, ১৭:০২

সংগ্রহীত

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের ক্যাথল্যাবে, কোনো ধরনের কাটা-ছেঁড়া ছাড়াই ইন্টারভেনশনের মাধ্যমে বিনামূল্যে ৭ শিশুর হার্টের ছিদ্র বন্ধ করা হয়েছে। এতে নেতৃত্ব দিয়েছেন দেশের প্রথম শিশু হৃদরোগ বিশেষজ্ঞ, কনজেনিটাল হার্ট ডেস্ক ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা, স্বাধীনতা পদকপ্রাপ্ত চিকিৎসক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) অধ্যাপক ডা. নুরুন্নাহার ফাতেমা।

কনজেনিটাল হার্ট ডেস্ক ফাউন্ডেশন বাংলাদেশ ও বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালের যৌথ উদ্যোগে এবং মিতুলী ফাউন্ডেশন ও ওয়াদুদ মায়মুন্নেছা ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় একটি ইন্টারভেনশন কর্মশালার আয়োজন করা হয়। সেখানে ইন্টারভেশনের মাধ্যমে ৭ শিশুর হৃদযন্ত্রের জন্মগত বিভিন্ন ত্রুটির চিকিৎসা করা হয়।

প্রফেসর ডা. নুরুন্নাহার ফাতেমা বলেন, 'আমাদের কাছে যে বাবা-মায়েরা তাদের অসুস্থ শিশুদের নিয়ে আসেন তাদের পঞ্চাশ শতাংশই চিকিৎসার খরচ জোগাতে অক্ষম। ক্ষেত্র বিশেষে এ চিকিৎসার খরচ দেড় থেকে দুই লাখ টাকা। শুধু অর্থের কারণে অনেক বাবা-মা সন্তানের চিকিৎসা করাতে পারেন না। তখন আমাদেরও খুব খারাপ লাগে। তাই সবসময় আমরা এই গরিব রোগীদের একটা তালিকা তৈরি করি। সাহায্য করতে পারি আর না পারি, এই তালিকাটি আমরা রাখি এই চিন্তা করে যে, কোনো সময় যদি সম্ভব হয় আমরা চিকিৎসা করব। ঠিক এমন একটি সুযোগ তৈরি করে দিয়েছে মিতুলী ফাউন্ডেশন'।

ভবিষ্যতেও বিনামূল্যে এ ধরনের অপারেশন অব্যাহত থাকবে জানিয়ে ডা. নুরুন্নাহার ফাতেমা আরও বলেন, 'প্রতিটি শিশুই একটি ফুলের মতো। তাদের বাবা-মায়েরা যখন আমার কাছে তাদের নিয়ে আসেন তখন আপ্রাণ চেষ্টা করি এই একটি ফুলও যাতে অকালে ঝরে না যায়। সফল ইন্টারভেনশনের পর বাবা-মায়েদের মুখের যে হাসি তা-ই আমার সবচেয়ে বড় প্রাপ্তি'।

ইন্টারভেনশনের জন্য আর্থিকভাবে সাহায্য করা মিতুলী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা রোটারিয়ান মিতুলী মাহবুব বলেন, 'যখনই আমি ডা. ফাতেমার এ জাতীয় কাজ সম্পর্কে জানতে পারি তখন থেকেই ইচ্ছা ছিলো এর অংশ হওয়ার। দুই বছর ধরে চেষ্টা করছি আমাদের সাধ্যের মধ্যে যতটুকু সম্ভব সহায়তা করার। এটি আমাকে ভেতর থেকে শান্তি অনুভব করায়। মানুষের জীবন বাঁচিয়ে মুখে হাসি ফোটাতে পারাটা আমার কাছে আত্মতৃপ্তির'।

এ সময় উপস্থিত ছিলেন মিতুলী ফাউন্ডেশনের এবং রোটারি ক্লাব অব ঢাকায় ডাউন টাউনের সেক্রেটারি রোটারিয়ান কাইয়ুম ইসলাম।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর