thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | বৃহঃস্পতিবার, ৪ঠা সেপ্টেম্বর ২০২৫, ২০শে ভাদ্র ১৪৩২

ভাতা বৃদ্ধির দাবিতে প্রশিক্ষণার্থী চিকিৎসকদের শাহবাগ অবরোধ

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
২৯ ডিসেম্বার ২০২৪, ১৩:৪৭

সংগ্রহীত

আজ রোববার (২৯ ডিসেম্বর) সকালে ভাতা বাড়ানোর দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করেছেন এফসিপিএস প্রথম পর্ব পাস করা অবৈতনিক প্রশিক্ষণার্থীরা। শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এতে শাহবাগ এলাকার যান চলাচল বন্ধ হয়ে যায়। আশপাশের সড়কগুলোতে তৈরি হয় তীব্র যানজট।

এ সময় বিক্ষোভকারীরা ‘দ্রব্যমূল্যে আগুন জ্বলে, ২৫ হাজার কীভাবে চলে’, দাবি মোদের একটাই ৫০ হাজার ভাতা চাই, ডাক্তার যখন রাস্তায় নামে দেশের মান কোথায় থাকে ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

এর আগে, গত ২২ ডিসেম্বর ভাতা বাড়ানোর দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে বেসরকারি ট্রেইনি চিকিৎসকরা। পরে ওইদিন বিকেলে চারদিনের আল্টিমেটাম দিয়ে অবরোধ তুলে নেন তারা। পরে ট্রেইনি চিকিৎসকদের ভাতা ২৫ হাজার টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা নির্ধারণ করে সরকার।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর