thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টায় প্রতি ঘন্টায় ১০ ভারতীয় গ্রেফতার

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
২৬ অক্টোবার ২০২৪, ১৩:৪৭

সংগ্রহীত

উন্নত ও নিশ্চিত জীবনযাপনের জন্য বিশ্বের প্রথম সারির দেশ যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টার দিক থেকে এগিয়ে আছে ভারতীয়রা। এদের মধ্যে ভারতের গুজরাটের মানুষই বেশি।

তথ্যমতে, গত এক বছরে প্রতি এক ঘণ্টায় ১০ জন ভারতীয় নাগরিক যুক্তরাষ্ট্রে অনুপ্রবেশ করতে গিয়ে গ্রেপ্তার হয়েছেন।

যুক্তরাষ্ট্রের শুল্ক এবং সীমান্ত সুরক্ষা দপ্তর (ইউএস-সিবিপি) একটি পরিসংখ্যানে এই তথ্য জানা যায়।


ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, যুক্তরাষ্ট্র ও কানাডা সীমান্তে গত এক বছরে ৪৩ হাজার ৭৬৪ জন ভারতীয় গ্রেপ্তার হয়েছেন। সব মিলিয়ে সংখ্যাটা প্রায় ৯০ হাজার।

যুক্তরাষ্ট্র জানায়, ২০২৩ সালে মোট ৯৬ হাজার ৯১৭ জন ভারতীয় অনুপ্রবেশকারীকে মেক্সিকোর পথে যুক্তরাষ্ট্রে ঢোকার সময় গ্রেপ্তার করা হয়েছে। আর ২০২৪ সালে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে গ্রেপ্তার হয়েছেন ২৫ হাজার ৬১৬ জন।

মূলত ইউরোপ ,আমেরিকা, ব্রিটেনে যাওয়ার জন্য অনেক ভারতীয় বেআইনিই ডাঙ্কি রুটে যাত্রা করেন।

পরিসংখ্যানে ২০২৩ সালের ১ অক্টোবর থেকে ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অনুপ্রবেশকারীদের নিয়ে তথ্য দেওয়া হয়েছে। এতে দেখা যাচ্ছে, অনুপ্রবেশের অভিযোগে গত এক বছরের মধ্যে প্রায় ২৯ লাখ মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের বেশির ভাগই মেক্সিকো এবং কানাডার সীমান্ত দিয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টায় ছিলেন। সূত্র : আনন্দবাজার পত্রিকা


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর