thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | সোমবার, ২১শে জুলাই ২০২৫, ৬ই শ্রাবণ ১৪৩২

ইসরায়েলের সঙ্গে অস্ত্র চুক্তি বাতিল করেছে স্পেন

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
৩০ অক্টোবার ২০২৪, ১৫:২১

সংগ্রহীত

ইসরায়েলের একটি কোম্পানির সাথে সই করা অস্ত্র চুক্তি বাতিল করে দিয়েছে স্পেন সরকার। এই চুক্তির আওতায় ইসরায়েলি কোম্পানি থেকে স্পেনের সিভিল গার্ড পুলিশের জন্য গুলি কিনতে চেয়েছিল মাদ্রিদ। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদ সংস্থা রয়টার্স এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার, ইসরায়েলের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই চুক্তি বাতিলের কথা ঘোষণা করে। তারা এক বিবৃতিতে জানিয়েছে, ‘গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসন শুরুর পর থেকে স্পেন সরকার ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি না করার সিদ্ধান্ত বাস্তবায়ন করে আসছে।’

স্পেনের সিভিল গার্ড পুলিশ ফোর্স গার্ডিয়ান লিমিটেড ইসরায়েল থেকে ৬০ লাখ ৮০ হাজার ডলার মূল্যের নয় মিলিমিটার সাইজের দেড় কোটি গুলি কেনার চুক্তি করেছিলো।

গত সপ্তাহে স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় ঘোষণা করেছে, তারা ইসরায়েল থেকে অস্ত্র কেনা বন্ধ করেছে। এর আগে, ২০২৩ সালের ৭ অক্টোবর যুদ্ধ শুরুর পর ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশটি বলেছিল, তারা ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ রাখবে।

গত সপ্তাহে কয়েকশ’ স্প্যানিশ বুদ্ধিজীবী এবং শিল্পী প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজকে একটি চিঠি লিখে ইসরায়েলের ওপর অস্ত্র নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর