thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ২১০ ইলেক্টোরাল ভোট পেয়ে এগিয়ে ডোনাল্ড ট্রাম্প

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
৬ নভেম্বার ২০২৪, ০৯:৪৭

সংগ্রহীত

আজ (৬ নভেম্বর) যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ প্রায় শেষ। টাইমজোনের ভিন্নতার কারণে এখনও কয়েকটি রাজ্যে ভোটগ্রহণ চলছে। এরইমধ্যে ভোটগ্রহণ শেষ হওয়া রাজ্যগুলো থেকে ফলাফল আসতে শুরু করেছে। এখন পর্যন্ত ২১০টি ইলেক্টোরাল কলেজ ভোট পেয়েছেন ট্রাম্প। অপরদিকে কমালা হ্যারিস পেয়েছেন ১১২টি ইলেক্টোরাল ভোট।

আল জাজিরার পূর্বাভাস অনুযায়ী, টেক্সাস, কেন্টাকি, ওয়েস্ট ভার্জিনিয়া, ইন্ডিয়ানা, আলাবামা, ফ্লোরিডা, নর্থ ড্যাকোটা, সাউথ ডেকোটার মতো অঙ্গরাজ্যগুলোতে জিততে চলেছেন ট্রাম্প। অপরদিকে ভারমন্ট, ডিস্ট্রিক্ট অব কলাম্বিয়া, রোড আইল্যান্ড, মেরিল্যান্ড, ডেলাওয়্যার, ইলিনয় ও ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে জয় পাচ্ছেন ডেমোক্রেটিক দলের প্রার্থী কমালা হ্যারিস।

প্রসঙ্গত, দোদুল্যমান সাতটি অঙ্গরাজ্য দেশটির প্রেসিডেন্ট নির্বাচনে জয়-পরাজয়ে বড় ভূমিকা রাখে। সেই রাজ্যগুলো হলো, উত্তর ক্যারোলিনা, জর্জিয়া, পেনসিলভানিয়া, মিশিগান, উইসকনসিন ও অ্যারিজোনা। এই রাজ্যগুলোর বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

উল্লেখ্য, মার্কিন নির্বাচনে মোট ৫৩৮টি ইলেক্টোরাল কলেজ ভোট রয়েছে। প্রেসিডেন্ট নির্বাচিত হতে হলে একজন প্রার্থীকে কমপক্ষে ২৭০টি ইলেক্টোরাল কলেজ ভোট পেতে হবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর