প্রকাশিত:
৩০ অক্টোবার ২০২৪, ১৪:০২
বুধবার (৩০ অক্টোবর) সকালে নাজিরগঞ্জ ফেরীঘাট এলাকা থেকে কুষ্টিয়ার কুমারখালীর পদ্মা নদীতে দূর্বৃত্তদের হামলায় নিখোঁজ এএসআই মুকুল হোসেনের মরদেহ পাবনার সুজানগরে নাজিরগঞ্জ এলাকার পদ্মা নদী থেকে উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নাজিরগঞ্জ নৌপুলিশ ফাঁড়ির ইনর্চাজ শরিফুল ইসলাম। তিনি জানান, সকালে নাজিরগঞ্জ এলাকা থেকে নৌকার মাঝি ফোন করে মরদেহ ভেসে থাকার খবর দেয়। তারা মরদেহটি রশি দিয়ে ড্রেজারের সাথে বেঁধে রেখেছিল। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
এর আগে, মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেলে এএসআই সদরুল আলমের মরদেহ উদ্ধার করে ডুবুরি এবং ফায়ার সার্ভিসের সদস্যরা।
এর আগে, রোববার (২৭ অক্টোবর) দিবাগত রাতে উপজেলার কয়া ইউনিয়নের বেড় কালোয়া এলাকায় পদ্মা নদীতে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় ২ পুলিশ নিখোঁজের পাশাপাশি আহত হন পুলিশের এক সদস্য ও তাদের সঙ্গে থাকা দুই ইউপি সদস্য।
মন্তব্য করুন: