প্রকাশিত:
২৯ জুলাই ২০২৩, ০৭:৪০
শনিবার সকালে রাজধানীতে বিএনপির ঘোষণা কর্মসূচির পালনের অনুমতি দেওনা হয়নি ‘ডিএমপি থেকে। 'ডিএমপি বিএনপিকে কর্মসূচির অনুমতি না দেওয়ার ঘোষণার পর। বিএনপির একাধিক নেতার সঙ্গে যোগাযোগ করে বাংলার কথা। বিএনপির নেতারা বলেন, কোনো দলকেই অনুমতি দেওয়া হয়নি। কিন্তু কোনো নেতাই নাম প্রকাশ করে বক্তব্য দিতে রাজি হননি।
তবে দলটির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে ঢাকা পোস্টকে বলেন, যেহেতু অনেক রাতে ডিএমপির থেকে এ নির্দেশনা এসেছে তাই এই মুহূর্তে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়। শনিবার (২৯ জুলাই) কর্মসূচি পালন করা কিংবা না করার সিদ্ধান্ত হবে।
বিএনপির পাশাপাশি দলটির যুগপৎ আন্দোলনের সঙ্গী ৩৬টি দল ঢাকার প্রবেশমুখে কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছিল।
শনিবার অবস্থান কর্মসূচি পালন করবে কি না জানতে চাইলে রাত ১২টায় গণতন্ত্র মঞ্চের শরিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বাংলার কথাকে বলেন, এখন কোনো সিদ্ধান্ত নেইনি আমরা। আগামীকাল সকালে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।
মন্তব্য করুন: