প্রকাশিত:
৬ আগষ্ট ২০২৩, ২১:১৫
রোববার (৬ আগস্ট) বাংলাদেশ আওয়ামী লীগের গন ভবনের বিশেষ বর্ধিত সভায় এসেছেন পটুয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট হাফিজুর রহমান ও পৌর মেয়র মহিউদ্দিন আহম্মেদ। সকালে প্রধানমন্ত্রীর সরকারি বাস ভবন গণভবনে আয়োজিত সভায় তারা অংশ নেন।
পটুয়াখালী এই দুই নেতা বর্ধিত সভায় অংশ নেওয়ার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হওয়ায় পটুয়াখালী জেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীদের মধ্যে কিছুটা খোব দেখা গিয়েছে।
অনেকেই ফেসবুক লিখেছেন যারা আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নৌকার বিরুদ্ধে গিয়ে নির্বাচন করেছে তার কি ভাবে আজ গন ভবনের বর্ধিত সভায় যান।
২০১৯ সালে পটুয়াখালী আওয়ামী লীগ নেতা ও তৎকালীন চেম্বার অব কমার্স সভাপতি মহিউদ্দিন আহম্মেদ পৌরসভা নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পৌরসভার মেয়র নির্বাচিত হন। অন্যদিকে, ২০২২ সালে অনুষ্ঠিত জেলা পরিষদ নির্বাচনে অ্যাডভোকেট হাফিজুর রহমান স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বচন করে পটুয়াখালী জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন।
মন্তব্য করুন: