thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সারা বিশ্বের মায়েদের অনুকরণীয় মডেল বলেছেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইনান

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
৯ আগষ্ট ২০২৩, ০৩:৫৫

নিজস্ব

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সহধর্মিণী, বাঙালির লড়াই-সংগ্রাম-আন্দোলনের নেপথ্যের প্রেরণাদাত্রী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৯৩তম জন্মবার্ষিকী আজ। এ মহিয়সী নারী ১৯৩০ সালের এই দিনে ফরিদপুরের তৎকালীন গোপালগঞ্জ মহকুমার টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন। তার ডাক নাম ছিল রেণু। বাবার নাম শেখ জহুরুল হক ও মায়ের নাম হোসনে আরা বেগম। এক ভাই-দুই বোনের মধ্যে তিনি ছিলেন ছোট।


মঙ্গলবার (৮ আগস্ট) বাংলাদেশ ছাত্রলীগ আয়োজিত, বাংলার মাতা বাংলাদেশ নেতা, ছাত্রী সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এমপি, সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন। সঞ্চালনা করেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।


এইসময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সারা বিশ্বের মায়েদের অনুকরণীয় মডেল। তিনি আরো বলেন : বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের মাঝে খোঁজে পাওয়া যায় বেগম রোকেয়া কে। যদি তিনি রাজনীতি কোনো পরিচয় নেননি।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর