প্রকাশিত:
১৬ আগষ্ট ২০২৩, ০৬:২০
মহান স্বাধীনতার স্থপতি, হাজারো বছরের শ্রেষ্ঠ বাঙালি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আজকের এই দিনে ১৯৭৫ সালে ১৫ আগস্ট নির্মম ভাবে হত্যা করা হয়।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী, উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন সমাজসেবা পরিষদ আজ মঙ্গলবার (১৫ আগস্ট ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন সমাজসেবা পরিষদ নেতা কর্মীরা ১৫ আগস্টের ভোরে ৬টায় পটুয়াখালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন সমাজসেবা পরিষদের নেতা কর্মীরা ১৫ আগস্ট দুপুর ২ টায় দুমকী উপজেলা পরিষদে প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন সমাজসেবা পরিষদের নেতা কর্মীরা কুয়াকাটায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এইসময় বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন সমাজসেবা পরিষদের আহ্বায়ক শেখ মাশফিকুর রহমান উপস্থিত ছিলেন।
শেখ মাশফিকুর রহমান বাংলার কথাকে বলেন, আজকের দিন বাঙালি জাতির জন্য কালো একটি দিন। আমরা কোনো দিন এই ১৫ আগস্ট চাই নাই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোনো দিন স্বপ্নে ভাবে নাই এই বাংলার মানুষ বঙ্গবন্ধুকে হত্যা করবে। আমরা বাঙালি জাতির আজ বুঝতেছি আমরা কি হারিয়েছি আমরা হারিয়েছি স্বাধীন বাংলার মহানায়ক কে, আমরা হারিয়েছি, জাতির জনকে। আমার এই শোক কে শক্তি করে আগামী দিনে আবারও যারা ১৫ আগস্ট ঘটাতে চাই। তাদেরকে হুশিয়ারি করে বলে দিতে চাই সাবধান। বাংলাদেশে আর কোনো ১৫ আগস্ট হবে না। আর যদি কেও মাথা চারা দিয়ে উঠতে চাই তাদের কে বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন সমাজ সেবা পরিষদ দাত ভাঙ্গা জবাব দিবে।
মন্তব্য করুন: