প্রকাশিত:
২৩ আগষ্ট ২০২৩, ০৭:১০
সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিবের ৪৮ তম শাহাদাত বার্ষিকী ও ২০০৪ সালের গ্রেনেড হামলায় নিহত তৎকালীন আওয়ামীলীগ নেত্রী জেবুন্নাহার আইভি রহমান সহ সকল শহীদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মিলাদ আয়োজন করেন বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন সমাজসেবা পরিষদ।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সৈয়দ বাবর সহ-সভাপতি পটুয়াখালী জেলা আওয়ামীলীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোলাম মোস্তফা অধ্যক্ষ বিএলপি কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাইদুৱ রহমান মোক্তার মিয়া সাবেক সভাপতি , বদরপুর ইউনিয়ন আওয়ামীলীগ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মিজানুর রহমান সদস্য, লাউকাঠি ইউনিয়ন পরিষদ
আলোচনা সভায় সভাপতিত্ব করেন, শেখ মাশফিকুর রহমান, আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন সমাজসেবা পরিষদ এবং সাবেক সহ-সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ।
এইসময় বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান মোহন সমাজসেবা পরিষদের আহ্বায়ক শেখ মাশফিকুর রহমান বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার মাস্টার মাইন্ড ছিলেন তারেক রহমান। তিনি আরো বলেন এই তারেক রহমান পরিকল্পিত ভাবে বাংলাদেশ আওয়ামীলীগের সভা নেত্রী শেখ হাসিনাকে হত্যা করে আওয়ামীলীগকে চিরতরে শেষ করে দিতে চেয়ে ছিলো কিন্তু আল্লাহর রহমতে ওই দিন শেখ হাসিনা বেঁচে যান। এই ২১ আগস্টের মাস্টার মাইন্ড তারেক রহমানকে দেশের মাটিতে এনে এই খুনি তারেক রহমানকে বাংলাদেশের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে।
মন্তব্য করুন: