thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

আওয়ামী লীগের মনোনয়ন চান ফিরোজুর রহমান

নিজস্ব রিপোর্টার

প্রকাশিত:
২৩ নভেম্বার ২০২৩, ১৫:০৩

ফেসবুক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া সদর (৩) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন কিনেছেন ফিরোজুর রহমান।

 

ফিরোজুর রহমান ছিলেন তার নিজ ইউনিয়ন সুলতানপুরের পাঁচবারের ইউনিয়ন পরিষদ  চেয়ারম্যান। তিনি  সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হন। এবার দ্বাদশ সংসদ নির্বাচন করবেন।  তিনি আশাবাদী আওয়ামী লীগের মনোনয়ন তিনি পাবেন  তাই পদত্যাগ করেছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান পদ থেকে। গত মঙ্গলবার স্থানীয় সরকার বিভাগের সচিব বরাবর তার স্বাক্ষরিত লিখিত পদত্যাগপত্র জমা দিয়েছেন।

 

তিনি ব্রাহ্মণবাড়িয়া  সদর উপজেলা ও বিজয়নগর উপজেলায় একজন দান বীর হিসেবে পরিচিতি। 

 

তিনি বাংলার কথাকে বলেন, আমার এলাকার জনগণ আমাকে নির্বাচনে দাঁড় করিয়েছে।  আমাকে যদি মনোনয়ন দেয় আওয়ামী লীগ তাহলে ব্রাহ্মণবাড়িয়া (৩) আসনকে  বিপুল ভোটে জয় করে মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে উপহার দিবো। 


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর