প্রকাশিত:
২৬ অক্টোবার ২০২৪, ১৫:০৪
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শেখ হাসিনা সরকার পতনের পর থেকেই গা ঢাকা দিয়েছেন ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ-সভাপতি তিলোত্তমা শিকদার। তিনি কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ছিলেন (ঢাবী)।
যার হয়রানিতে অতিষ্ঠ ছিলেন সাধারণ শিক্ষার্থীরা। মিছিলে যেতে বাধ্য করা, অন্যথায় মারধরের শিকার হওয়ার ভয়ে তিলোত্তমা শিকদার ছিলেন শিক্ষার্থীদের এক আতঙ্কের নাম।
তবে ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে তাকে আর কোথায় দেখা যাচ্ছে না।
বরিশালে মেয়ে তিলোত্তমা শিকদার ছাত্রলীগের জয়- লেখক কমিটির সহ-সভাপতি ছিলেন। তখনকার ছাত্রলীগের সভাপতি আল-নাহীয়ান খান জয়ের খুব ঘনিষ্ঠজন ছিলেন। এর সুবাদে ক্যাম্পাসে তাঁর ছিল সীমাহীন ক্ষমতা। কমিটি বাণিজ্য, সচিবালয়ে তদবিরসহ নানা অভিযোগ আছে তাঁর বিরুদ্ধে। জয়-লেখক যে কয়টি কমিটি ঘোষণা করেছেন, সেখানে লেনদেন বাণিজ্যের অভিযোগ রয়েছে তিলোত্তমা শিকদারের বিরুদ্ধে।
মন্তব্য করুন: