thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫, ৬ই শ্রাবণ ১৪৩২

রাষ্ট্রপতি ইস্যুতে কোনো হঠকারি সিদ্ধান্ত নেয়া যাবে না। মির্জা ফখরুল ইসলাম আলমগীর

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
২৭ অক্টোবার ২০২৪, ১৪:০০

সংগ্রহীত

রোববার (২৭ অক্টোবর) যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে দলটির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন রাষ্ট্রপতি ইস্যুতে কোনো হঠকারি সিদ্ধান্ত নেয়া যাবে না। এ বিষয়ে সাংবিধানিকভাবে সিদ্ধান্ত নিতে চায় বিএনপি।

মির্জা ফখরুল আরও বলেন, যত দ্রুত সম্ভব নির্বাচন কেন্দ্রীক সংস্কার করে নিরপেক্ষ নির্বাচন আয়োজন করতে হবে। অভ্যুত্থানের ফসল যাতে নষ্ট না হয় সেজন্য জাতীয় ঐক্য প্রয়োজন। এ সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবির বিষয়ে দলীয় ফোরামে আলোচনার পর সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, গতকাল শনিবার মির্জা ফখরুলসহ দলটির শীর্ষ নেতাদের সাথে বৈঠক করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। এ সময় রাষ্ট্রপতি অপসারণসহ বিভিন্ন বিষয় নিয়ে তাদের মধ্যে আলোচনা হয়। বৈঠক শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ জানান, বিএনপি আমাদের কথা শুনেছে। দলীয় ফোরামে আলোচনার পর দলটি তাদের সিদ্ধান্ত জানাবে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর