thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

য়ত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে দেন: বিএনপি নেতা মিন্টু

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
২৭ অক্টোবার ২০২৪, ১৬:১৮

সংগ্রহীত

রোববার (২৭ অক্টোবর) দুপুরে ফেনী আদালতে মামলার হাজীরা দিতে এসে তিনি সাংবাদিকদের প্রশ্নের বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল আউয়াল মিন্টুর বলেছেন, গত ১৬ বছরে স্বৈরাচার বিরোধী আন্দোলনে শরিক হতে গিয়ে লাখ লাখ মামলায় রাজনৈতিক নেতা-কর্মীকে আসামি করা হয়েছিল। জুলাই-আগস্টে যারা অগ্রণী ভূমিকা রেখেছেন আমরা তাদেরকে স্মরণ করতে চাই। যারা গত ১৬ বছর ধরে আন্দোলন সংগ্রামের মাধ্যমে মানুষের জন্য সংগ্রাম করে গেছেন এবং মানুষের অধিকার আদায়ের জন্য কাজ করে গেছেন তাদেরকে ভুলে গেলে চলবে না। এই সময়ের মধ্যে আন্দোলন করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, আহত হয়েছেন, নানাভাবে নির্যাতিত হয়েছেন, তাদের ভুলে গেলে চলবে না। তাদের অবদানও স্মরণ করতে হবে।

 

রোববার দুপুরে বিএনপির এই ভাইস চেয়ারম্যানকে ফেনী জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সিরাজোদৌলা কুতুবীর আদালতে তোলা হলে আদালত জামিন আবেদন মঞ্জুর করেন। ইতোমধ্যে সরকার একটা প্রজ্ঞাপন দ্বারা মামলাগুলো প্রত্যাহারের জন্য বিবেচনাধীন থাকায় মামলার চার্জ গঠন হয়নি।

ফেনী জেলা ও দায়রা জজ আদালতের অ্যাডভোকেট মেজবা উদ্দিন ভূঁইয়া বলেন, বিএনপির কেন্দ্র ঘোষিত নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করার দাবিতে ২০২২ সালের আগস্ট মাসে সারাদেশে উপজেলা কেন্দ্রিক জনসমাবেশ ছিল। সেই সমাবেশকে ভণ্ডুল করার জন্য তৎকালীন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, পেটোয়া বাহিনী পুলিশসহ হামলা করে। তারা বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুকে প্রধান আসামি করে দুটি মামলা দায়ের করেন। ২৭ অক্টোবর মামলার বিস্ফোরক অংশে চার্জ ঘটনের জন্য আদালতে হাজিরার তারিখ ছিল। তিনি আদালতে এসে হাজিরা দেন। আমরা আশাকরি বিগত সরকারের আমলে যে সকল গায়েবী মামলা, নিপীড়ন মূলক মামলা হয়েছে সেগুলো বর্তমান সরকার প্রত্যাহারের উদ্যোগ নিবে। ইতোমধ্যে সরকার একটা প্রজ্ঞাপন দ্বারা মামলাগুলো প্রত্যাহারের জন্য বিবেচনাধীন থাকায় মামলার চার্জ গঠন হয়নি।

আবদুল আউয়াল মিন্টু অন্তর্বর্তী সরকারকে উদ্দেশে করে বলেন, সংস্কার সেরে যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচন দিয়ে দেন। জবাবদিহিতামূলক সরকার ফিরিয়ে আনুন। এই সরকারকে আমরা সমর্থন দিয়েছি, সমর্থন দিয়ে যাব। আমরা সরকারের কাছে সুস্পষ্ট রোড ম্যাপ চাই। যৌক্তিক সময় বলে দীর্ঘ সময়ক্ষেপণ ঠিক হবে না। টেকসই সংস্কার প্রয়োজন। টেকসই না হলে সংস্কার হবে মূল্যহীন।

এ সময় তিনি আরও বলেন, বিভক্তির মাধ্যমে সমাধান হবে না। যারা অন্যায় করেছে অবশ্যই তাদের বিচার হতে হবে। আইনকে নিজের হাতে তোলা যাবে না। এই সরকারকে জনগণের সরকার বলা যাবে। তবে গণতান্ত্রিক নির্বাচিত সরকার বলা যাবে না। সর্বশেষ তিনি পুরনো দিনে কে কি করেছে তা ভুলে গিয়ে ফেনীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার অনুরোধ জানান।


এর আগে তিনি ফেনীতে দৈনিক নয়া দিগন্তের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন। এ সময় বক্তব্য রাখেন ফেনীর পুলিশ সুপার হাবিবুর রহমান, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক গোলাম মোহাম্মদ বাতেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট মেজবাহ উদ্দিন খান, ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নান, জেলা বিএনপির সদস্য সচিব আলাল উদ্দিন আলাল, স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন প্রমুখ।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর