thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শুক্রবার, ৫ই সেপ্টেম্বর ২০২৫, ২০শে ভাদ্র ১৪৩২

সাদ্দাম-ইনান সহ ছাত্রলীগের ২২০ জনের নামে মামলা

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
২৮ অক্টোবার ২০২৪, ০১:৫৩

সংগ্রহীত

রোববার (২৭ অক্টোবর) সন্ধ্যায় শাহবাগ থানায় মামলা করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক আরমান হোসেন।

গত ১৫ জুলাই স্বতঃস্ফূর্ত আন্দোলনে বাধা দেয়া ও বিভিন্ন সময়ে হলের ছাত্রী নির্যাতনের অভিযোগ এনে ছাত্রলীগের ২২০ জন সদস্যদের বিরুদ্ধে আরও একটি মামলা করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন।

তিনি জানান, মামলায় অজ্ঞাতনামা আরও ১০০ থেকে ২০০ জনকে আসামী করা হয়েছে। সারাদেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা বাধা দিয়েছে পর্যায়ক্রমে তাদের বিরুদ্ধেও মামলা হবে বলে জানিয়েছেন তিনি।

মামলার অন্যতম আসামী হলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাদ্দাম হোসেন, কেন্দ্রীয় সেক্রেটারি শেখ ওয়ালি আসিফ ইনান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি মাজহারুল কবির সায়ন ও সেক্রেটারি তানভীর হাসান সৈকত।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর