thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

৩৫ বছর পর এবার প্রকাশ্যে এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শিবির

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
৩০ অক্টোবার ২০২৪, ১২:২৫

সংগ্রহীত

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রকাশিত এক বিবৃতি দিয়ে দীর্ঘ ৩৫ বছর পর এবার প্রকাশ্যে এসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) শাখা ইসলামী ছাত্র শিবির দল।


বিবৃতিতে বলা হয়, জাবি শাখা ছাত্রশিবিরের সভাপতি হলেন হারুনুর রশিদ রাফি। তিনি ২০১৬-১৭ সেশনের প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী। সাধারণ সম্পাদক হলেন মুহিবুর রহমান মুহিব। তিনি ২০১৭-১৮ সেশনের বাংলা বিভাগের শিক্ষার্থী। অপরদিকে প্রচার সম্পাদক হলেন আব্দুল্লাহ আল মামুন সাকি। তিনি ২০১৭-১৮ সেশনের দর্শন বিভাগের শিক্ষার্থী।

এর আগে, ১৯৮৯ সালে কবির নামে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রদল নেতা হত্যার ঘটনাকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়ের মোট ২০টি রাজনৈতিক দলের ঐক্যমতের ভিত্তিতে জাবিতে ছাত্র শিবিরের রাজনীতি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।

তবে সেবার বিশ্ববিদ্যালয়ের ১৪২তম সিন্ডিকেট সভায় শিবিরের রাজনীতি নিষিদ্ধের বিষয়টি প্রস্তাব করা হলেও সেটি পাশ হয়নি বলে জানা গেছে।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর