প্রকাশিত:
৮ নভেম্বার ২০২৪, ২০:৫১
শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে নাটোর শহরতলীর দত্তপাড়া উচ্চ বিদ্যালয় মাঠে এক জনসভায়, বিএনপির নির্বাহী কমিটির সদস্য রুহুল কুদ্দুস তালুকদার দুলু অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, দ্রুত সংস্কার শেষ করে আগামী ২০২৫ সালের মধ্যে জাতীয় নির্বাচন দিতে হবে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বার বার নির্বাচনের কথা বলছেন।
দুলু বলেন, ১৮ বছর বাংলাদেশের মানুষ ভোট দিতে পারেনি। অনেক মানুষ আশা করে আছে মৃত্যুর আগে নির্ভয়ে প্রকাশ্যে পছন্দের মানুষকে একটি ভোট দিতে চায়। সংস্কার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থা অতিদ্রুত সম্পূর্ণ করে নির্বাচন হোক। বিএনপি সাড়ে ১৫ বছর এদেশের মানুষের ভোটের অধিকার, কথা বলার অধিকার ও গণতন্ত্র ফিরিয়ে দেয়ার জন্য আন্দোলন-সংগ্রাম করেছে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহিদুল ইসলাম বাচ্চু, জেলা বিএনপির সদস্য সচিব রহিম নেওয়াজ, যুগ্ম আহ্বায়ক দেওয়ান শাহিন, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম বক্তৃতা করেন।
মন্তব্য করুন: