thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

মার্কিন দূতাবাস থেকে বাসায় ফিরেছেন খালেদা জিয়া

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
২৭ নভেম্বার ২০২৪, ১৯:৩৭

সংগ্রহীত

বুধবার (২৭) নভেম্বর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনের জন্য ‘বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট’ দিয়ে বাসায় ফিরেছেন। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে বুধবার দুপুরে বেগম খালেদা জিয়া তার গুলশানের বাসভবন ফিরোজা থেকে বের হন। ব্যক্তিগত গাড়িবহর নিয়ে ২টা ২০মিনিটে পৌঁছান মার্কিন দূতাবাসে। দূতাবাসের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূতসহ দূতাবাস কর্মকর্তারা বিএনপি চেয়ারপারসনকে দূতাবাসে স্বাগত জানান।

বেগম খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন বলেন, 'ম্যাডামকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্র যেতে হতে পারে। সেজন্য আজকে উনি বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিতে আমেরিকান অ্যাম্বাসিতে গিয়েছিলেন।'

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লিভার সিরোসিস, হার্ট, ফুসফুস, কিডনি এবং চোখের সমস্যাসহ একাধিক গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছেন। বিএনপি সূত্রে জানা গেছে, আগামী মাসের শুরুতে খালেদা জিয়ার যুক্তরাজ্যে যাওয়ার কথা। সেখান থেকে, তিনি মার্কিন যুক্তরাষ্ট্র বা জার্মানিতে উন্নত চিকিৎসার জন্য যেতে পারেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর