প্রকাশিত:
৭ ডিসেম্বার ২০২৪, ১৫:৩৯
আজ শনিবার (৭ ডিসেম্বর) রাজধানীর জাতীয় যাদুঘরে এক আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেন, বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্রের মাত্রা প্রতিদিনই গতিশীল হচ্ছে।
‘ফ্রেমেবন্দি ৩৬ জুলাই : অভ্যুত্থানের পূর্বাপর’ শীর্ষক এই আলোকচিত্র প্রদর্শনী ও সেমিনারের আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
সেমিনারে উপস্থিত বক্তারা আন্দোলনের সময় পতিত ফ্যাসিবাদ সরকারের বিভিন্ন নির্যাতনের কথা তুলে ধরেন।
এসময় শিবির সভাপতি আরও বলেন, অন্তর্বর্তী সরকারের অনেকেই জুলাই বিপ্লবের আদর্শ এখনো ধারণ করে না। এজন্য এখনো ফ্যাসিবাদের দোসররা রয়েছে বিচারের বাইরে।
মন্তব্য করুন: