প্রকাশিত:
২ জানুয়ারী ২০২৫, ১৪:৪৬
আজ বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে গত ১৬ বছরের বিদ্যুৎ খাতে দুর্নীতির প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি ক্ষমতায় গেলে আওয়ামী লীগ আমলে হওয়া বিদ্যুৎ ও জ্বালানি খাতের সকল চুক্তি ও দুর্নীতির বিষয় রিভিউ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন তিনি।
বিএনপি মহাসচিব আরও বলেন, নিজেদের পকেট ভারী করতে বিদ্যুৎ খাতকে ফোকলা করেছে আওয়ামী লীগ।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, ক্যাপাসিটি চার্জের নামে বিদ্যুৎ খাত থেকে ১ লাখ কোটি টাকা লুটপাট করা হয়েছে। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে আওয়ামী লীগ সরকার দুর্নীতির মাধ্যমে ৫০০ মিলিয়ন ডলার পাচার করেছে বলেও অভিযোগ করেন তিনি।
আওয়ামী লীগ সরকারের আমলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের প্রত্যেকটি চুক্তি জনসম্মুখে প্রকাশের আহ্বান জানিয়ে ইকবাল হাসান টুকু বলেন, এ খাতকে সঠিক ধারায় ফিরিয়ে আনতে না পারলে ২০২৭ সালে বিপর্যয় আসতে পারে।
মন্তব্য করুন: