thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | মঙ্গলবার, ২২শে জুলাই ২০২৫, ৬ই শ্রাবণ ১৪৩২

কোনো অপশক্তি এই সম্প্রীতি নষ্ট করতে পারবে না: বিএনপি নেতা মঈন

নরসিংদী প্রতিনিধি

প্রকাশিত:
৩ জানুয়ারী ২০২৫, ২১:৫৪

সংগ্রহীত

শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় নরসিংদীর পলাশে এক ইসলামী সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, বাংলাদেশের মানুষ ধর্মপ্রাণ কিন্তু ধর্মান্ধ নয়। এই দেশে হাজার বছর ধরে বিভিন্ন ধর্ম, বর্ণ, জাতির মানুষ কাঁধে কাঁধ মিলিয়ে বসবাস করে আসছে। কোনো অপশক্তি এই সম্প্রীতি নষ্ট করতে পারবে না বলে মন্তব্য করেছেন তিনি।

ড. আব্দুল মঈন খান বলেন, কিছু স্বার্থপর মানুষ নিজেদের দূরভিসন্ধি পূরণ করার চেষ্টা চালাচ্ছে। দেশের ভেতর ও বাইরের কিছু অপশক্তি মিথ্যা খবর তৈরি করে বিভিন্ন রকমের অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু আমরা জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে শান্তি শৃঙ্খলা বজায় রেখে একসাথে বসবাস করে যাব।

এ সময় ডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ ইকবালসহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর