thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

সরকারের যত বড় লোক থাকুক, জনগণ পেছনে নেই: মিজা ফখরুল

লাকসাম প্রতিনিধি

প্রকাশিত:
২০ ফেব্রুয়ারী ২০২৫, ২১:২২

সংগ্রহীত

আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) কুমিল্লার লাকসামে বিএনপির সমাবেশে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, তাড়াতাড়ি ভোট হলে একটা সরকার আসবে, যাদের পিছনে জনগণ থাকবে। আজকের সরকারে যত বড় বড় লোক থাকুক, তাদের পেছনে জনগণ নেই। এমন মন্তব্য করেছেন তিনি।

মির্জা ফখরুল আরও বলেন, নির্বাচনের জন্য যতটুকু সংস্কার দরকার, সেটুকু করুন। ভোটের রোডম্যাপ জানিয়ে দিন। এটা জনগণ জানলে অনেকাংশে ঠাণ্ডা হবে। সবাই অস্থির অবস্থায় আছে। বিদেশে বসে কিছু লোক চায় দেশের সব ধ্বংস হয়ে যাক, নৈরাজ্য বাড়ুক। কিন্তু বিএনপি নৈরাজ্য চায় না, অস্থিতিশীলতা চায় না। সরকার সফল হোক।

তিনি আরও জানান, মানুষ সংস্কার বোঝে না, বোঝে দুই বেলা খাবার, সেজন্য তারেক রহমান ৩১ দফা দিয়েছে। রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে বলেন, এমন কথা বলবেন না, যাতে ঐক্য বিনষ্ট হয়।

মির্জা ফখরুল বলেন, বিএনপি জনগণের ভোটে সরকারে যাবে। দেশকে ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয়।
চব্বিশের মতো একাত্তরকে নিয়ে কটাক্ষ করলে কেউ মেনে নেবে না।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর