প্রকাশিত:
২৯ এপ্রিল ২০২৩, ০০:৫৪
আজ শেখ জামাল এর জন্মদিন। আজ সকাল এ বনানী কবরস্থান এ শ্রদ্ধা জানোনা হয়। তখন গন মাধ্যমে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, শেখ জানাল এর বিদায় আত্মার মাগফেরাত কামনা করি।
তার স্মৃতি প্রতি গভীর শ্রদ্ধা জানাই। শহীদ শেখ জামাল ১৯৭১ সালে বঙ্গমাতা শেখ ফজিতুল্লা নেসা মুজিব আমাদের নেত্রী বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা শেখ রেহানা শেখ জামাল পাকিস্তানিদের হাতে বন্দি ছিলেন সে বুন্দি দশা থেকে পালিয়ে গিয়ে পায়ে হেঁটে রানা ভাবে আগরতলা গিয়ে মুক্তিযোদ্ধে যোগ দেন। তিনি মুক্তিযোদ্ধের দীর্ঘ নয় মাস তিনি যুদ্ধ করেন। পরবর্তীতে তিনি সেনাবাহিনীতে যোগ দেন এবং সেনাবাহিনীর সেকেন্ড লেপ্টন এবং লেপ্টন হয়েছেন। তিনি একজন মেধাবী ছাত্র ছিলেন। তিনি একজন দেশ প্রেমিক ছিলেন। একই সাথে তিনি একজন সাংস্কৃতিক বনা মানুষ ছিলেন, সংস্কৃতি চর্চা করতেন এবং খেলাধুলার প্রতি উনার গভীর অনুভাব ছিলো। তাকে হত্যা করার মধ্য দিয়ে বাংলাদেশ একজন মেধাবী তরুণকে হারিয়েছেন। এবং সম্ভাবনা ময় তরুণ তিনি দেশকে অনেক কিছু দিতে পারতেন। দেশে গঠন এ অবদান রাখতে পারতেন। তাকে যারা হত্যা করেছিল তারা আজকেও আসফালন করে। হত্যাকাণ্ডের প্রধান পৃষ্ঠা পোষক ছিলেন বিএনপির এবং বিএনপি'র প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এই হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড ছিলেন। দুঃখজনক হলেও সত্য আজকেও তারা দেশে আসফালন করে। আমি শহীদ শেখ জামালের বিদ্রোহী আত্মার মাগফেরাত কামনা করি।
মন্তব্য করুন: