thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

বিএনপি দ্বিতীয় দিনের পদযাত্রা শুরু

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
১৯ জুলাই ২০২৩, ২২:২৯

সংগ্রহীত

ঢাকা মালিবাগ আবুল হোটেলের মোড় থেকে সরকার পতনের এক দফা দাবি আদায়ে আয়োজিত পদযাত্রায় যোগ দিয়েছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি এবং অঙ্গসংগঠনগুলো।

বুধবার (১৯ জুলাই) বিকেল ৩টি ৪০ মিনিটের দিকে ওই এলাকায় ঢাকা মহানগর উত্তর বিএনপি নেতাকর্মীদের সঙ্গে পদযাত্রায় যোগ দেন দক্ষিণ বিএনপির নেতাকর্মীরা।


সরকারের পদত্যাগসহ নির্দলীয় নিরপেক্ষ সরকার ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠার এক দফা দাবিতে বিএনপির দ্বিতীয় দিনের পদযাত্রা কর্মসূচি পালন করছে। বেলা ১১টার দিকে এ পদযাত্রা শুরু হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপি আব্দুল্লাহপুর থেকে এ পদযাত্রা শুরু করে।


এর আগে নগরীর বিভিন্ন স্থান থেকে বিএনপি এবং অঙ্গ সংগঠনের হাজারো নেতাকর্মী ব্যানার ফেস্টুন নিয়ে মিছিল সহকারে আব্দুল্লাহপুর এলাকায় পলওয়েল মার্কেটের সামনে এসে জড়ো হন।

মালিবাগ থেকে পদযাত্রায় যোগ দিল দক্ষিণ বিএনপি

এদিকে মালিবাগ এলাকায় সরেজমিনে দেখা যায়, সেখানে দুপুর থেকে হাজার হাজার নেতাকর্মী মূল পদযাত্রায় অংশ নিতে অপেক্ষা করতে থাকেন। সেখানে অস্থায়ী মঞ্চে নেতাকর্মীরা বক্তব্য দেন। ব্যানার ফেস্টুন নিয়ে দক্ষিণ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা মিছিল নিয়ে সেখানে জড়ো হন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর