thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

পবিত্র কুরবানি ঈদের তারিখ প্রকাশ করেছ, মালোশিয়া ও ব্রুনেই

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
১৯ জুন ২০২৩, ০৩:১১

ফাইল

মুসলমানদের দ্বিতীয় বৃহৎ ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কুরবানি ঈদ। কুরবানি ঈদের তারিখ প্রকাশ করেছে মালয়েশিয়া ও ব্রুনেই। যদিও মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবে এখনও চাঁদ দেখার খবর পাওয়া যায়নি (প্রতিবেদন লেখার সময়-রাত আটটা)।


রবিবার (১৮ জুন) গালফ নিউজের এক প্রতিবেদনে জানা গেছে, মালয়েশিয়া ও ব্রুনেই ২৯ জুন বৃহস্পতিবার ঈদুল আজহা পালন করবে। খবরে বলা হয়েছে, রবিবার ব্রুনেইয়ের আকাশে চাঁদ দেখা যায়নি। ফলে মুসলিম দেশটি ২৯ জুন ঈদুল আজহা পালন করবে। চাঁদ দেখা গেলে ২৮ জুন ঈদ পালন করতো তারা।

এদিকে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের অপর দেশগুলোতে এখনও চাঁদ দেখা যাওয়ার খবর পাওয়া যায়নি। নিজ দেশের নাগরকিদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে সৌদি আরব ।

আরবি বছরের ১২তম ও শেষ মাস জিলহজ। ঈদুল আজহার প্রথম দিন জিলহজের দশ তারিখ পালন করা হয়। প্রতিবছর এই মাসে সৌদি আরবের পবিত্র দুই নগরী মক্কা ও মদিনায় নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পবিত্র হজ পালন করে থাকেন বিশ্বের লাখ লাখ ইসলাম ধর্মাবলম্বী।


চাঁদ দেখার ওপর নির্ভরশীল এই উৎসবের তারিখ নির্ধারণে সোমবার (১৯ জুন) সভা করবে বাংলাদেশের জাতীয় চাঁদ দেখা কমিটি। দেশবাসীর কাছে চাঁদ দেখতে পেলে তা জানানোর অনুরোধ করেছে ইসলামী ফাউন্ডেশন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর