thecitybank.com
banglarkatha62@gmail.com ঢাকা | শনিবার, ১৯শে এপ্রিল ২০২৫, ৬ই বৈশাখ ১৪৩২

টম কারানের অলরাউন্ড নৈপুণ্যে 'দ্য হানড্রেড' ক্রিকেটে ওভাল

নিজস্ব রিপোর্ট

প্রকাশিত:
২৮ আগষ্ট ২০২৩, ২২:৩৪

সংগ্রহীত

টম কারানের অলরাউন্ড নৈপুণ্যে 'দ্য হানড্রেড' ক্রিকেটে ওভাল ইনভিন্সিবল্সই চ্যাম্পিয়ন হয়েছে। রবিবার (২৭ আগস্ট) লর্ডসের ফাইনালে স্যাম বিলিংসরা পাঁচ উইকেটে ১৬১ করে ম্যানচেস্টার অরিজিনাল্সকে ১৪ রানে হারায়।


১০০ বলের এই টুর্নামেন্ট সবচেয়ে ধারাবাহিক দল ওভাল ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে নেমে চরম ব্যর্থ হয়। ম্যানচেস্টারের বোলিং তোপে ৩৬ রানের মধ্যে পাঁচ ব্যাটসম্যানকে হারায় দলটি। উইল জ্যাকস ১৪, অধিনায়ক স্যাম বিলিংস ১০ রান করেন। ষষ্ঠ উইকেটে জেমস নিশাম ও স্যাম কারানের ছোট ভাই টম কারান অবিশ্বাস দৃঢ়তা দেখিয়ে স্কোর নিয়ে যান পাঁচ উইকেটে ১৬১-তে। নিশাম ৩৩ বলে ৫৭, টম ৩৪ বলে ৬৭ রান করে অপরাজিত থাকেন। জবাবে ম্যানচেস্টারকে আগ্রাসী সূচনা এনে দেন ফিল সল্ট। ১৬ বলে ২৫ করা এই ওপেনারকে থামান টম।

আসরজুড়ে আসাধারণ ব্যাটিং করা জস বাটলার ফাইনালে খুঁজে পাননি নিজেকে। ১৫ বলে ১১ করে আউট হন ম্যানচেস্টার অধিনায়ক। ম্যাক্স হোল্ডেন ২৫ বলে ৩৭ করে ফিরলে সপ্তম উইকেটে অপরাজিত থাকা জেমি ওভার্টনের ১৯ বলে ২৮ ও টম হার্টলির ৮ বলে ১৬ রান হারের ব্যবধানটাই কমিয়েছে মাত্র। ৬ উইকেটে ১৪৭-এ শেষ হয় ম্যানচেস্টারের ইনিংস। টম কারান ফাইনাল সেরা, জেমি ওভার্টন সিরিজ সেরার পুরস্কার জেতেন।


মন্তব্য করুন:

সম্পর্কিত খবর